কুলাউড়া উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ডসহ প্রত্যেক ইউনিটের সদস্যদের নিয়ে জামায়াতের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ২৯ আগষ্ট বিকেলে কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ আমাদের সবার। তাই বাংলাদেশকে আমরা সকলে মিলে গড়তে হবে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী, কুলাউড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান, মোহাম্মদ আলাউদ্দিন,
মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিনসহ উপজেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ।