কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মনসুরপুর গ্রামে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
কর্মধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী
তাঁর বক্তব্য বলেন দীর্ঘদিন আপনাদেরকে একটি গোষ্ঠীর চাপে তাদের দলীয় সম্পদে পরিণত করেছিল।আমাদের কাছে সংখ্যালঘু বা সংখ্যাঘরিষ্ট বলতে কিছুই নয় সবাই আমরা সমান। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেভাবে মুসলিমরা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে ঠিক আপনাদেরকে ও নির্ভয়ে যাতে সকল কার্যক্রম পরিচালনা করতে পারেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কর্মধা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সালেক আহমদ, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জালাল সিদ্দিকী, কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রটারি হাফিজ শামিম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।