কুলাউড়ার উপজেলার রাঙ্গীছড়া বাজারে সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
(মঙ্গলবার) ২ সেপ্টেম্বর রাতে
কর্মধা জামায়াতের ইউনিয়ন সভাপতি মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও কর্মধা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। ২৪ এর বিপ্লবের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী কাজ করে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া দক্ষিণ শাখার সভাপতি হাসান আল বান্না রাহী, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, কর্মধা ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি সালেহ আহমদ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জালাল সিদ্দিকী, কর্মধা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক জাফরান আহমেদ খান, কাঠালতলী বাজার ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল গফুর মহরি, রাঙ্গীছড়া বাজার ইউনিট জামায়াতের লুবান আহমদ,রাঙ্গীছড়া বাজার ইউনিট জামায়াতের সেক্রেটারি মুজাম্মিল হক, কর্মধা ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রটারি হাফিজ শামিম আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।