আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভাটেরা ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের সাথে মতবিনিময় করেন মৌলভীবাজার-২
(কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। (রবিবার) ১৪ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়।পরিবর্তনের অংশ হিসেবে আমরা দেশের সকল মানুষকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাটেরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি, জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার নায়েবে আমীর জাকির হোসেন, ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মোঃনিজাম উদ্দিন,ভাটেরা ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম,১নং ওয়ার্ড মেম্বার সেলিম উদ্দিন,৩নং ওয়ার্ড মেম্বার শেখ মনসুর আহমদ তালুকদার, ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ,৭নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন রিপন,৮নং ওয়ার্ড মেম্বার মখলিছুর রহমান,৯নং ওয়ার্ড মেম্বার হেলন মিয়া,ভাটেরা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলার সাবেক সেক্রটারি আবু বক্কর মোহাম্মদ সিপন সহ স্থানীয় নেতৃবৃন্দ ।