শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল আগামী নির্বাচনে কুলাউড়া ও জুড়ী – বড়লেখা দুটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাবুল আহমেদ বাবুল  মৌলভীবাজারে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা কুলাউড়ায় শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালামকে সংবর্ধনা কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক ফ্রান্সে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ

কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সাবেক এমপি আলী আব্বাছ খান

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক তিন বারের সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান হিন্দু ধর্মাবলম্বীসহ কুলাউড়াবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে, গণতন্ত্রকে এগিয়ে নিতে দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। প্রতি বছরের মতো এবারও কুলাউড়ায় ২২১ টি মণ্ডপসহ সারাদেশে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হবে।

তিনি আশ্বস্ত করে বলেন, সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। তাই এবারের পূজা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় নয়, সামাজিক উৎসবও। এ উৎসব পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি মনে করেন, দুর্গাপূজা আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি সমাজে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রত্যাশা করেন, অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির চর্চা নতুন বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ করবে। তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh