হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান শাজান মিয়ার পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৌর শহরের কুলাউড়া রেলওয়ে লোকোসেড মাঠে পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে কুলাউড়া ক্রীড়াঙ্গণ পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টু এর সভাপতিত্বে ও লীগ পরিচালনা কমিটির সদস্য মাসুদ রানার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক।
এ ছাড়াও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা শেখ আলী আজন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এম হাজীর আলী, কুলাউড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, পৌর সভার সাবেক ২ নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছার আরিফ, সাবেক ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হারুন উর রশীদ, সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল ইসলাম খাঁন খসরু, সাবেক ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, সামার বার্লি পরিচালনা কমিটির চেয়ারম্যান বেলায়েত হোসেন লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূইয়া খোঁকন, জগন্নাথপুর যুব সংঘের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহিবুল আলম মুহিত, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিদ আলম নাইম, কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফ প্রমুখ।
উল্লেখ্য, শাজান মিয়ার পৃষ্ঠপোষকতায় কুলাউড়া পৌরসভার নয়টি ওয়ার্ড কে নিয়ে প্রতি বছর এই টুর্নামেন্ট পরিচালিত হয়ে আসছে।