সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সাবেক এমপি আলী আব্বাছ খান কুলাউড়ায় ৮দফা দাবিতে পাহাড়িকা ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা

কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

কল্যাণ ও স্বস্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের বিকল্প নেই । এ জন্য সর্বপ্রথম যুবকদের এগিয়ে আসতে হবে কারণ তারাই সমাজের শক্তি এবং ভবিষ্যৎ। তাদের উচিত নিজেদের দক্ষ করে তোলা, সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। এর মাধ্যমে তারা দুর্নীতি, সামাজিক বৈষম্য দূর করে এবং টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
(শুক্রবার) ১০ অক্টোবর সকাল ৯ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়াম কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার উদ্যোগে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও কুলাউড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী এসব কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর পরিচালনায় উক্ত কর্মশালায়
৭ শতাধিক দায়িত্বশীল উপরোক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইয়ামীর আলী, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি এম ফরিদ উদ্দিন, জেলা জামায়াতের সহঃ সেক্রেটারী ও সাগরনাল ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আজিজ আহমদ কিবরিয়া।
প্রধান অতিথি আরো বলেন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। এ জন্য আগামী জাতীয় নির্বাচনে প্রতিটা ভোটকেন্দ্রে, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা সেন্টারে যুবক-তরুণদের একটি সেতুবন্ধন থাকা প্রয়োজন, যাতে করে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের পায়তারা করতে না পারে।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহঃ সেক্রেটারী যথাক্রমে সাইফুল ইসলাম খান, মোঃ আলাউদ্দিন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মতিউর রহমান, ছাত্রশিবিরের কুলাউড়া উপজেলা সভাপতি তিহান তালুকদার, পশ্চিম সভাপতি আশরাফুল ইসলাম শাহারিয়ার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh