বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো.জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের সভাপতি, কুলাউড়া শপিং সিটির স্বত্তাধীকারী আব্দুল জলিল সেফুল।
স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবস্থান করায় স্বাগত জানান ব্যবসায়ী সেফুলসহ প্রবাসীরা। পরে উপদেষ্টা কাতারে অবস্থানরত সকল ব্যবসায়ীদের খোঁজ খবর নেন। আব্দুল জলিল সেফুল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে একান্ত আলাপকালে প্রবাসীদের সার্বিক বিষয় নিয়ে আলাপ করেন। বিশেষ করে সিলেটের উন্নয়ন ও রেললাইন সংস্কার নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাতাপীর (রহ:) স্মৃতি পরিষদের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুমসহ কাতারে অবস্থানরত ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশী।
উপদেষ্টা প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রবাসীদের কোনো প্রকার হয়রানির শিকার না করা হয়, সে বিষয়েও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করবেন।