কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে দেবর ও তার স্ত্রী কতৃক ভাবিকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে । এ ঘটনায় আহত গৃহবধু সাবানা বেগম থানায় অভিযোগ দিয়েছেন ।
ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামে। ঘটনাটি ঘটে ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যার দিকে।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, হামলার শিকার সাবানা বেগম ওই এলাকার রমজান আলীর স্ত্রী, বাড়ির উঠোনে কাপড় শুকানোকে কেন্দ্র করে সাবানার সাথে চাচাতো দেবর একই বাড়ির আজিজুর রহমান (৪০) তার স্ত্রী ও বুশরা বেগমের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে আজিজুর রহমান ও তার স্ত্রী মিলে ভাবি সাবানা বেগমের ওপর হামলা চালায়।
প্রথমে আজিজুর সাবানা বেগমের চুলে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে।
এক পর্যায়ে আজিজুর রহমানের স্ত্রী বুশরার হাতে থাকা ধারালো দা দিয়ে সাবানার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। হামলা করে শান্ত হননি হামলাকারীরা এ ঘটনায় কোন মামলা বা বাড়াবাড়ি করলে পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে গৃহবধুর আত্বীয়স্বজন এসে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় পরদিন ২৬ অক্টোবর কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন সাবানা বেগম।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওমর ফারুক জানান, অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।