বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল আগামী নির্বাচনে কুলাউড়া ও জুড়ী – বড়লেখা দুটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাবুল আহমেদ বাবুল  মৌলভীবাজারে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন

কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
Oplus_131072

 

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫।বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে এ সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)। উপজেলার খামারি, উদ্যোক্তা, পোল্ট্রি ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: নিবাস চন্দ্র পাল। লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা: আব্দুর রহিম প্রধান।
প্রদর্শনীতে ছিল আধুনিক প্রযুক্তির উপস্থাপন, দুধ পরীক্ষা, আলোচনা সভা। বিকেল ৩টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম। প্রতিদিনই নানা আয়োজন থাকবে সপ্তাহব্যাপী এ পোগ্রামে।

কুলাউড়া প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, মোট ৩০টি স্টল নিয়ে এবারের প্রদর্শনী সাজানো হয়। ডেইরি, গরু হৃষ্টপুষ্ট, ছাগল–ভেড়া, পোল্ট্রি ও পণ্য–প্রযুক্তি ক্যাটাগরিতে ১৬ টি পুরস্কার এবং অতিরিক্ত ১টি বিশেষ পুরস্কারসহ মোট ১৭ টি পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, বৈ.বি.ছা.আন্দোলনের প্রতিনিধি আদনান চৌধুরী, উপজেলা ডেইরী এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এ এন এম আলম, এল এসপি ফখরুল আমীন চৌধুরী মিসলু প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh