বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

আর নয়— এবার খেলা হবে- বিএমএ এর মহাসচিব

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

‘করোনাকালে রাজনৈতিক শূন্যতা থাকায় আমলারা গোল দিয়েছেন। কিন্তু আর নয়, এবার খেলা হবে। দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে।’

শনিবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে টেকনোলজিস্টদের বৃহৎ সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী।

এ চিকিৎসক নেতা বলেন, ‘আমাদের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাল-সবুজ কিছু চেনেন না। স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার সমাধানে তাদের সব সুযোগ-সুবিধা দেখতে হবে, সঙ্কট-সম্ভাবনা চিনতে হবে। সেগুলো জানার জন্য অবশ্যই তাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত থাকতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন। চিকিৎসককে তিনি স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন চিকিৎসকদের সচিব করতে পারলে স্বাস্থ্য খাত আলোকিত হতো।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা রয়েছে। তারা না থাকলে করোনা হয়তো এখনো থেকে যেত। দেশে পেশা যার মন্ত্রণালয় তার- পদ্ধতি বাস্তবায়ন হলে আমাদের আর মেডিকেল টেকনোলজিস্ট পেশার কদর আর বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না।’

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট পেশার উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতারা আলোচনা করেন। স্বাস্থ্য খাতের কর্তাদের সমালোচনা করে তারা করোনাকালে তাদের ব্যর্থতা ও গাফিলতির কথাও তুলে ধরেন। দ্রুত সমস্যার সমাধান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, বিএমটিপির সভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh