রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ ডিসেম্বর পর্যন্ত অনেক চড়াই উৎরাইয়ের মধ্যে দেশ থাকবে, নেতাকর্মীদের সতর্ক ও সাবধান থাকতে হবে- এম নাসের রহমান সকাল থেকেই উষ্ণ ঢাকার তাপমাত্রা, আরও বাড়বে গরম ইন্টারনেট ছাড়াই কাজ করবে গুগলের এআই অ্যাপ ন্যায়পরায়ণ লোকেরা ক্ষমতায় আসলে পাঁচ বছরেই দেশের চেহারা পাল্টে যাবে ডা. শফিক কুলাউড়া সরকারি কলেজ ছাত্রশিবিরের  উদ্যোগে কোরবানি  কুলাউড়ায় ঈদ উদ্‌যাপন করবেন জামায়াত আমির ডা.শফিকুর রহমান  জামায়াতের শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন মৌলভীবাজারে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ পৌরসভার দেখিয়ারপুরে আর সি সি দ্বারা ঢালাই কাজের উদ্বোধন

আর নয়— এবার খেলা হবে- বিএমএ এর মহাসচিব

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

‘করোনাকালে রাজনৈতিক শূন্যতা থাকায় আমলারা গোল দিয়েছেন। কিন্তু আর নয়, এবার খেলা হবে। দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামা হবে।’

শনিবার মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে টেকনোলজিস্টদের বৃহৎ সংগঠন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী।

এ চিকিৎসক নেতা বলেন, ‘আমাদের সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাল-সবুজ কিছু চেনেন না। স্বাস্থ্য ব্যবস্থার সমস্যার সমাধানে তাদের সব সুযোগ-সুবিধা দেখতে হবে, সঙ্কট-সম্ভাবনা চিনতে হবে। সেগুলো জানার জন্য অবশ্যই তাদের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত থাকতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়েছিলেন। চিকিৎসককে তিনি স্বাস্থ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এখন চিকিৎসকদের সচিব করতে পারলে স্বাস্থ্য খাত আলোকিত হতো।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে মেডিকেল টেকনোলজিস্টদের ভূমিকা রয়েছে। তারা না থাকলে করোনা হয়তো এখনো থেকে যেত। দেশে পেশা যার মন্ত্রণালয় তার- পদ্ধতি বাস্তবায়ন হলে আমাদের আর মেডিকেল টেকনোলজিস্ট পেশার কদর আর বক্তৃতা দিয়ে বোঝাতে হবে না।’

এ সময় মেডিকেল টেকনোলজিস্ট পেশার উন্নয়ন নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের নেতারা আলোচনা করেন। স্বাস্থ্য খাতের কর্তাদের সমালোচনা করে তারা করোনাকালে তাদের ব্যর্থতা ও গাফিলতির কথাও তুলে ধরেন। দ্রুত সমস্যার সমাধান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা ।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. তারিক মেহেদী পারভেজ, বিএমটিপির সভাপতি গোলাম সারোয়ার প্রমুখ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh