বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে কুলাউড়া বালক, বালিকা চ্যাম্পিয়ন

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ সম্পন্ন হয়েছে জেলা পর্যায়ে এই আসরের এবারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুলাউড়া উপজেলা অনুর্ধ্ব ১৭ বালক ও বালিকা উভয় টূর্নামেন্টে শিরোপা জিতেছে কুলাউড়া উপজেলার বালক ও বালিকা দল।

০২ জুন বৃহস্পতিবার মৌলভীবাজার স্টেডিয়ামে প্রথমে অনুষ্ঠিত হয় বালিকা দলের ফাইনাল খেলা। কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো।
অপরদিকে বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল টাইব্রেকারে মৌলভীবাজার সদর উজেলা দলকে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো।
খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ সহ আরও অনেকে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh