প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে ৪ জুন সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া উপজেলা আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুস্টিত হয়েছে । বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন, জয়চন্ডী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব মাহবুবসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি চৌমুহনীস্থ উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে শুরু হয়ে কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।