শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক ফ্রান্সে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্রাইট একাডেমির বেসিক গ্রামার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেফুল’র সৌজন্য সাক্ষাৎ কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ শিশু -কিশোর

পর্তুগাল আওয়ামী লীগের শোক দিবস পালন

শাহ মো. তানভীর
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে পর্তুগাল আওয়ামী লীগ।

এ উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে অবস্থিত স্পাইস হাট রেস্টেুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন হাবিব ভুঁইয়া এবং পরিচালনা করেন পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন।

এ সময় ভার্চ্যুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ মুন্সী।  

এতে প্রধান বক্তা ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।

শোক সভায় আরও বক্তব্য দেন- পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহাবুব আলম, শোয়েব আহমেদ, সহসভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইমদাদ হোসেন বাবু, জামাল ফকির, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান মতিক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাবিবুর রহমান, যুবলীগ নেতা তানভীর আলম জনি ও ছাত্রলীগ পর্তুগাল শাখার সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী।  

শোক সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইউনুস ফাহাদ, পর্তুগাল আওয়ামী লীগ নেতা জামাল, আব্দুল্লাহ আল মামুন, সোহেল খান, মুস্তাফিজ রহমান, যুবলীগ নেতা ইকবাল হোসেন, সামসসহ অনেকে।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

পর্তুগাল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন, কমিউনিটি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh