রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল আগামী নির্বাচনে কুলাউড়া ও জুড়ী – বড়লেখা দুটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাবুল আহমেদ বাবুল  মৌলভীবাজারে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা কুলাউড়ায় শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ছালামকে সংবর্ধনা কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক

জুড়ীতে একরাতে দশটি দোকানে চুরির অভিযোগ পাওয়া গেছে

মহি উদ্দিন রিপন
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক রাতে ১০ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার (১৮ জুলাই) মুন্না আহমদ (২৬) নামে একজনকে আটক করেছে । সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাই এর ছেলে।
খবর পেয়ে জুড়ী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে ক্যাশবাক্সের টাকা এবং মালামাল নিয়ে গেছে বলে দোকান মালিকরা জানিয়েছেন। তবে এধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত দুইটার পর উপজেলার কামিনীগঞ্জ বাজারের মনির ট্রেডার্স-২, এস এম ট্রেডার্স, জে গ্রুপ এন্টারপ্রাইজ, লামাবাজার এলাকার আবুল কাসেম ফার্মেসী, শাহজালাল ফার্মেসী, ফরিদ ভেরাইটিজ স্টোর, শাহিন মোবাইল সার্ভিস, আক্কাস আলীর পানের দোকান, আরিফের চায়ের দোকান, আকরামের হাড়ি পাতিলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।
জে গ্রুপ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জমশেদুল ইসলাম জানান, চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশ বাক্সে থাকা ১০/১২ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া দোকানে রাখা রবিরবাজার মসজিদের দানবক্সের টাকার পাশাপাশি অনেক মালামাল মালামাল নিয়ে গেছে।

মনির ট্রেডার্স-২ এর স্বত্বাধিকারী সোহেল আহমদ বলেন, আমার দোকানের তালা ভেঙে ক্যাশ বাক্স থেকে ২৬/২৭ হাজার টাকা নিয়ে গেছে।

এ ব্যাপারে জুড়ী থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের বদরুল ইসলাম বলাই এর ছেলে মুন্নাকে এ ঘটনায় গ্রেফতার করেছি। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh