মৌলভীবাজার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (০১ ডিসেম্বর) সোমবার মোড়ক উন্মোচন ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র জুবাইদ ইসলাম মাহির, পবিত্র গীতা থেকে পাঠ করেন ৫ম শ্রেণীর ছাত্রী বৈশাখী মালাকার।
গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা বেগমের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক লতিফা নিলুফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, আজকের দিনের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।জীবনে বড় হতে হলে আর সঠিক লক্ষ্যে পৌঁছাতে হলে পড়াশোনা করতে হবে।বিদায় শব্দটা নিষ্ঠুর হলেও কিছু বিদায় আনন্দের হয়। এই বিদায় গর্বের, কারণ তোমরা গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে এবং বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসান, অভিভাবক কমিটির সভাপতি নাজমুল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসমিয়া জাহান হানিফা, নওশিন জান্নাত নাইশা, ইমা আক্তার মীম, সাজিদা আক্তার, মিথিলা নুসরাত মৌ, হোসাইন আহমদ মাহদী।
অনুষ্ঠানের শেষাংশে মেধা পুরষ্কার ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
Related