বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা ব্যাকটেরিয়া মারতে ভাইরাস: ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞান সিলেট ক্রিকেট ইতিহাসে নারী দলের প্রথম ম্যানেজার সেলীনা চৌধুরী  মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে গণফোরামের প্রার্থী ঘোষনা কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু মৌলভীবাজারের নতুন ডিসি তৌহিদুজ্জামান পাভেল আগামী নির্বাচনে কুলাউড়া ও জুড়ী – বড়লেখা দুটি আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাবুল আহমেদ বাবুল  মৌলভীবাজারে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরন কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ারের সভাপতি আব্দুল জলিল সেফুল’র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা

পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল আলিফ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশু আলিফ (৮) তার পরিবারকে ফিরে পেল। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুটিকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। 

এর আগে, দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের ফেসবুক আইডি থেকে শিশুটির মা-বাবার সন্ধান চেয়ে আলিফের ছবিসহ একটি স্ট্যাটাস দেয়া হলে তিন ঘণ্টার মধ্যেই তার পরিবারের সন্ধান পেয়ে যায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি-তদন্ত ফারুক হোসেন জানান, নগরীর দিঘারকান্দা এলাকায় শিশু আলিফ তার মা-বাবাকে হারিয়ে কান্নাকাটি করছিল। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায়। তার বাবার নাম কামাল এবং মায়ের নাম সুলতানা। 

ফারুক হোসেন আরও বলেন, শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি ঝিনাইগাতী থানায় যোগাযোগ করি। পরে তারা শিশুটির বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে পাঠায়। এরপর বিকেলে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটি পথ ভুলে বাসে করে ময়মনসিংহে চলে এসেছিল বলে জানান এ কর্মকর্তা। 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh