মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়া পৌরসভায় ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান, সম্পাদক মুহিত, সাংগঠনিক বদরুল নির্বাচিত  কুলাউড়ায় শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন, সভাপতি হারুন- সম্পাদক জামাল শুক্রবার কুলাউড়ায় আসছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান কুলাউড়ায় প্রশাসনের উদ্যোগে ৯ ভূমিহীন পরিবার পেলো খাস জমি  কুলাউড়ায় ছাত্র সমন্বয়ক আব্দুল হাসিমকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি কুলাউড়ায় শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের সুপেয় পানির ডিস্পেন্সার স্থাপন হৃদরোগ নির্ণয় ও চিকিৎসায় কাজ করছে অ্যাপল ওয়াচ কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন ওয়ারিয়র্স অব জুলাই মৌলভীবাজার জেলার ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন

পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল আলিফ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া শিশু আলিফ (৮) তার পরিবারকে ফিরে পেল। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শিশুটিকে তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। 

এর আগে, দুপুর ২টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশের ফেসবুক আইডি থেকে শিশুটির মা-বাবার সন্ধান চেয়ে আলিফের ছবিসহ একটি স্ট্যাটাস দেয়া হলে তিন ঘণ্টার মধ্যেই তার পরিবারের সন্ধান পেয়ে যায় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি-তদন্ত ফারুক হোসেন জানান, নগরীর দিঘারকান্দা এলাকায় শিশু আলিফ তার মা-বাবাকে হারিয়ে কান্নাকাটি করছিল। খবর পেয়ে ওই শিশুটিকে উদ্ধার করে থানায় এনে রাখা হয়। পরে শিশুটির সঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা মোড় এলাকায়। তার বাবার নাম কামাল এবং মায়ের নাম সুলতানা। 

ফারুক হোসেন আরও বলেন, শিশুটির পরিবারকে খুঁজে পেতে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি ঝিনাইগাতী থানায় যোগাযোগ করি। পরে তারা শিশুটির বাবাকে খুঁজে বের করে আমাদের কাছে পাঠায়। এরপর বিকেলে বাবার কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়। শিশুটি পথ ভুলে বাসে করে ময়মনসিংহে চলে এসেছিল বলে জানান এ কর্মকর্তা। 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh