কুলাউড়ায় ফুটবলারদের কল্যাণে কাজ করে যে সকল সংগঠন গুলি তাদের মধ্যে অন্যতম প্রাচীণ সংগঠন হলো খেলোয়াড় কল্যাণ সমিতি , ঐতিহ্য ও ধারাবাহিকতায় ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৯ জানুয়ারি সন্ধ্যায় সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বর্তমান সভাপতি জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মনির পরিচালনায় সংগঠনের উপদেষ্টা শেখ আলী আজন, মনজ্জির আলী লাল মিয়াসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে আব্দুল মুহিত বাবলু সভাপতি, এম ফয়েজ উদ্দিন সিনিয়র সহসভাপতি, আব্দুল্লাহ আল মনি সাধারণ সম্পাদক, সিদ্দিকুর রহমান ফজলে নূর যুগ্ম সম্পাদক, সাইদুল ইসলাম সাগর সাংগঠনিক সম্পাদক মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে নব নির্বাচিতরা জানিয়েছেন। কুলাউড়ার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা সকলের সহযোগিতা চেয়েছেন।