বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক মোক্তাদির হোসেনের পিতৃবিয়োগ কাদিপুরে নির্বিঘ্নে দুর্গাপূজা পালনে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন বিএনপি নেতা আব্দুল মুহিত বাবলু কুলাউড়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলাউড়ায় এইচএসসিতে ১১১ জন ও আলিমে ১১ জন জিপিএ ৫ পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা কুলাউড়ায় এসএসসি ৯৫ ব্যাচের উদ্যােগে প্রয়াত রোমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কুলাউড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুরের জন্মদিন পালিত কুলাউড়ায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, আহত ২ কুলাউড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে কুলাউড়া পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ

নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার শোক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানা। টুঙ্গিপাড়া সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থান করা মোহা. নূর আলীর ফোনে কথা হয়। এছাড়া বঙ্গবন্ধুর ছোটকন্যা শেখ রেহানাও ফোনে মোহা. নূর আলীর সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নাদিহা আলীর অকাল মৃত্যুতে সন্তানহারা মোহা. নূর আলীকে সান্ত্বনা ও সমবেদনা জানান। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং নাদিহা আলীর পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন সেই কামনা করেন।

নাদিহা আলীর মৃত্যুতে দৈনিক আমাদের সময়ের সম্পাদক, ইংরেজি দৈনিক বিজনেস পোস্টের সম্পাদক, আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ সব কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বাদ আসর মরহুমার আত্মার মাগফিরাত কামনায় ইউনিক গ্রুপের প্রধান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের প্রধান উপদেষ্টা ও দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সানোয়ারুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা (বোরাক রিয়েল এস্টেট লিমিটেড) গাজী মো. শাখাওয়াত হোসেন ও নির্বাচিত ডিরেক্টর (ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি) গোলাম মুস্তফা। ইউনিক গ্রুপের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

প্রধান কার্যালয় ছাড়াও ইউনিক গ্রুপের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানে আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহিফল হয় দৈনিক আমাদের সময়ের কার্যালয়েও।

উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে এক সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর কন্যা নাদিহা আলীর মৃত্যু হয়। নাদিহা আলী মোহা. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh