সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মী ঝিনুক গ্রেপ্তার

কিংস পার্টিকে আসন ছাড়েনি আ.লীগ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

ঢাকঢোল পিটিয়ে রাজনীতির মাঠে নামলেও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত ৩ দলকে কোনো আসন ছাড়েনি আওয়ামী লীগ। তিনটি দলই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রাপ্ত। দলগুলো হলো- বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত দল ৩টি কোনো আসনে ছাড় পায়নি।

এর আগে রোববার বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক শেষে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ৩২ আসন ছেড়ে দেওয়ার কথা জানান।

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টিকে (জাপা) ২৫টি এবং শরিক দলগুলোর জন্য ৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ২টি, জাসদকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন দেওয়া হয়েছে।

এসব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮টি আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেয়নি দলটি। সব মিলিয়ে জাপা ও শরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন কি-না জানতে চাইলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অন্য কোনো দল বা প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh