সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়ায় অবৈধভাবে বালু সরিয়ে জরিমানা গুনলেন সজল প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে প্যারিসে আজ সমাবেশ ও স্মারকলিপি প্রদান সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে জামায়াত আমীরের মতবিনিময় কুলাউড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাকালুকির চকিয়া বিলে মাছ চুরিতে বাঁধা দেয়ায় পাহারাদারের ওপর হামলা কুলাউড়ায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ আটক ১ কুলাউড়া রাঙ্গীছড়া বাজারে জনসাধারণের সাথে মতবিনিময় করলেন জেলা জামায়াত আমীর আনন্দ উল্লাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো পর্তুগাল বিএনপি

কিংস পার্টিকে আসন ছাড়েনি আ.লীগ

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

ঢাকঢোল পিটিয়ে রাজনীতির মাঠে নামলেও ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত ৩ দলকে কোনো আসন ছাড়েনি আওয়ামী লীগ। তিনটি দলই নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনপ্রাপ্ত। দলগুলো হলো- বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ৩২টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত দল ৩টি কোনো আসনে ছাড় পায়নি।

এর আগে রোববার বিকেলে আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলমের সঙ্গে বৈঠক শেষে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ৩২ আসন ছেড়ে দেওয়ার কথা জানান।

বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টিকে (জাপা) ২৫টি এবং শরিক দলগুলোর জন্য ৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ওয়ার্কার্স পার্টিকে ২টি, জাসদকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন দেওয়া হয়েছে।

এসব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিপ্লব বড়ুয়া।

এর আগে ৩০০ আসনে প্রার্থী ঘোষণার কথা থাকলেও ২৯৮টি আসনে দলীয় প্রার্থী দেয় আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী দেয়নি দলটি। সব মিলিয়ে জাপা ও শরিকদের জন্য ৩২টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীনরা। ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা থাকবেন কি-না জানতে চাইলে বিপ্লব বড়ুয়া বলেন, ‘অন্য কোনো দল বা প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই।’

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh