এতে ভিট্রি সুর সেইনের মেয়র জনাব পিয়ের বেল লুক, আন্তর্জাতিক বিষয়ক সহকারী মেয়র জনাব রামায়েল, আন্তর্জাতিক রিলেশন অফিসার জনাব ব্রাহিমসহ ফ্রান্সে বসবাসরত ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষরা উপস্থিত ছিলেন।
এছাড়া ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। ফ্রান্সে বাংলা মিডিয়ার প্রায় সব সাংবাদিক উপস্থিত হয়ে অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করেছেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- দেবেশ বড়ুয়া, এম এ হাশেম, ইমরান মাহমুদ, অধ্যাপক অপু আলম, মোসাদ্দেক হোসেন সাইফুল, রাসেল আহমেদ, আবুল কালাম মামুন, নাজমুল কবির, বদরুল বিদ আফরুজ, ফটো-জার্নালিস্ট ফরিদ আহমদ রনিসহ আরও অনেকে।
পাশাপাশি সাংবাদিকতায় কমিউনিটি সেবায় একযুগ অতিক্রম করায় সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজের ফ্রান্স প্রতিনিধি এবং ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সভাপতি দেবেশ বড়ুয়া, চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেম এবং ইউরোবিডি২৪নিউজের সম্পাদক ইমরান মাহমুদকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন ভিট্রি সুর সেইন পৌরসভার মেয়র পিয়ের বেল লুক।
এছাড়া দুটি বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনকে তাদের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর পক্ষ থেকে জনাব এমডি নূর এবং জনাব মোজাম্মেল হক মেয়রের হাত থেকে স্বীকৃতি স্মারক গ্রহণ করেন।
এছাড়া বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্স এর পক্ষে স্বীকৃতি স্মারক গ্রহণ করেন স্বরলিপির এমদাদুল হক স্বপন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমএ তাহের, সুভ্রত শুভ, মোতালেব খান, এমদাদুল হক স্বপন, শাহীন আরমান চৌধুরী, আমিনুল সরকার, তানজিম হোসেন হায়দার, মিসেস হায়দার, মোহাম্মদ আব্দুল আজিজ, হোসেন রহমান, শরীফ রহমান, সোনার বাংলা জুয়েল, খান বাবু, আলমগীর, শামীম আহমেদ, এমডি নূর, মোজাম্মেল হক, জাহিদ, রিয়াজসহ প্রমুখ।
সবশেষে বুফে ডিনারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।