সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামিনে মুক্তি পেলেন কুলাউড়ার কাদিপুর ইউপি সদস্য খসরু কুলাউড়ায় মুক্তিযোদ্ধা মঞ্চের কেন্দ্রীয় নেতা তানিম গ্রেপ্তার কুলাউড়ায় মশার কয়েলের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কৃষকের ৪ গরু কুলাউড়ায় মাসব্যাপী ড্রাইভিং ও বিউটিফিকেশন প্রশিক্ষণ শুরু কুলাউড়ায় পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কুলাউড়ায় পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলাউড়ার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লিটন  কুলাউড়ায় ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুলাউড়ায় হৃদয় আহমদ সদরের সংবাদ সম্মেলন কুলাউড়ায় ডেভিল হান্টের অভিযানে যুবলীগ কর্মী ঝিনুক গ্রেপ্তার

অবশেষে প্রাণ ফিরছে অস্তিত্ব সংকটে ভরাট হওয়া কুলাউড়া রবিরবাজার কাঁচা বাজারের পুকুরটির 

মহি উদ্দিন রিপন
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Oplus_131072

 

অবশেষে প্রাণ ফিরছে অস্তিত্ব সংকটে ভরাট হওয়া রবিরবাজারের কাঁচা বাজারের সেই পুকুরটির। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে কাঁচাবাজার-সংলগ্ন পুকুরটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। দীর্ঘদিন থেকে কাঁচাবাজারের ময়লার কারণে পুকুরটি ভরাট হয়ে অস্তিত্ব সংকটে পড়ে। ভরাট হওয়া সেই পুকুরটি নিয়ে অনেক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তিন লক্ষ টাকার একটি

প্রকল্পে পুকুর খননের কাজ শুরু হয়েছে।

২২ এপ্রিল (মঙ্গলবার)  দুপুরে কুলাউড়ার রবিরবাজার কাঁচা বাজার সংলগ্ন ৩৬

শতকের অস্তিত্ব সংকটে থাকা সেই পুকুরটি খনন কাজের উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা জামাল উদ্দিন, ইউপি সচিব সজল কুমার দেব, ইজারাদার দীপক দে প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, পুকুর ও জলাশয়, খাল-নদী ভরাটে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। রবিরবাজারের পুকুরটি খননের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে এখানে ঘাটলা, গার্ড ওয়াল ও সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে। পুকুরটি যাতে পুনরায় প্রাণ ফিরে পায় সেজন্য স্থানীয় ব্যবসায়ীসহ সকলকে সচেতন হতে হবে। জলাশয়ে কোন ময়লা-আবর্জনা ফেলা যাবে না। উল্লেখ্য যে, রবিরবাবাজার ও কাঁচাবাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় দুই হাজারের অধিক দোকানপাট রয়েছে। বাজারের মাঝখানে ছয়ত্রিশ শতাংশ জায়গাজুড়ে পুকুরটির অবস্থান।

আগে নানা কাজে স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করতেন। তদারকি না থাকায় দীর্ঘদিন থেকে ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছিল পুকুরটি। দুর্গন্ধ ও দূষণ ছড়াচ্ছিল চারদিকে। পুকুরের ঘাটও দখল করে দোকান বসানো হয়েছিল। বাজারের ভিতরে কোন ডাস্টবিনের সুবিধা না থাকায়

ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা পুকুরে ফেলতেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসলে এলজিইডি’র মাধ্যমে তিন লক্ষ টাকা ব্যয়ে  পুকুর খননের কাজ শুরু হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মনু মিয়া, আনোয়ার আলী, ইনাম উদ্দিন, ইউসুফ আলী জানান, আগে বাজারের ব্যবসায়ীরা পুকুরে অজু, গোসল ছাড়াও সবজি পরিষ্কার করতেন। বর্তমানে এই পুকুরে কোনো পানিই নেই, আছে শুধু ময়লা আর আবর্জনা। বাজারের ভেতরে কোনো ডাস্টবিন না থাকায় লোকজন ময়লা-আবর্জনা ফেলে পুকুরটিকে ডাস্টবিনে পরিণত করেছেন। বর্তমানে পুকুরটি খনন করে ব্যবহার উপযোগী করে তুলে সাধারণ মানুষ এতে উপকৃত হবেন এবং কোন সময় বাজারে কোন অগ্নি দুর্ঘটনা ঘটলে পুকুরের পানি তাতে ব্যবহার করা যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh