বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সাবেক এমপি আলী আব্বাছ খান কুলাউড়ায় ৮দফা দাবিতে পাহাড়িকা ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা শ্রীমঙ্গল রাধানগরে পর্যটন উদ্যোক্তাদের সাধারণ সভা ও কমিটি গঠন কুলাউড়ায় জব্দকৃত বালু বিনা অনুমতিতে অপসারণ, ৫০ হাজার টাকা জরিমানা সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবন্দের সৌজন্য সাক্ষাৎ কুলাউড়া কাদিপুর ইউনিয়নে সামাজিক সম্প্রতি কমিটি সভা কুলাউড়ার কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি জালাল চৌধুরী’র ইন্তেকাল  আমরা সকলকে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী কুলাউড়া মনসুর এলাকায় জামায়াতের মহিলা সমাবেশ

সাবেক এমপি নাসের রহমানের সঙ্গে কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২১ সেপ্টেম্বর ) বিকেলে মৌলভীবাজারের বাগানবাড়িতে গিয়ে তারা এম নাসের রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় কুলাউড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু , সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কমর উদ্দিন আহমদ কমরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ফুল দিয়ে নাসের রহমানকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎ শেষে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু জানান – এই সাক্ষাৎ এ অতীতের সমস্থ ভুল বুঝাবুঝির অবসান হয়েছে জেলা বিএনপির অবিভাবক এম নাসের রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করবো। তিনি যে নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করবো। এবং ধানের শীষের প্রার্থী যে হবে তার পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করে এই আসন টি উপহার দিব।

উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল জানান – আমিসহ নির্বাচিত সকলকে অভিনন্দন জানিয়েছেন। এবং আমাদের নির্দেশনা দিয়েছেন অতীত ভুলে কুলাউড়ার বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা এবং
দল যাকে মনোনয়ন দিবে তার বিজয় নিশ্চিতে কাজ করে এই আসনটি উপহার দেয়ার।

উপজেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু জানান – বিতর্কিত কাউকে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না দেয়া গ্রহণ যোগ্য ত্যাগী ব্যক্তিরা যাহাতে স্থান পায় সেই বিষয়টি নিশ্চিত করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার এবং জেলার নির্দেশনা মেনে চলে কাজ করা জন্য জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান নির্দেশনা প্রদান করেছেন।

এম নাসের রহমান নবনির্বাচিত কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা অতীতের সব ভুল বুঝতে পেরেছে। সমস্থ ভেদাভেদ ভুলে নির্বাচিত বিএনপির নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। বিএনপি একটি ঐক্যবদ্ধ শক্তি। তৃণমূলের নেতাকর্মীরাই দলের চালিকাশক্তি। আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করলে নতুন কমিটি কুলাউড়ায় বিএনপিকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সক্ষম হবে। তিনি দলীয় নেতাদের জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকা এবং গণমানুষের স্বার্থে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh