সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক কুলাউড়ায় ছাত্র পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কুলাউড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মশালায় ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী শাজান মিয়ার পৃষ্টপোষকতায় কুলাউড়া পৌর কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন কুলাউড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কুলাউড়ায় পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন কুলাউড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তার নিশ্চয়তা দিলেন সাবেক এমপি আলী আব্বাছ খান কুলাউড়ায় ৮দফা দাবিতে পাহাড়িকা ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ, জামায়াতের ! উপদেষ্টা সাথে বৈঠক

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেটের বিভিন্ন এলাকার সড়ক সংস্কার ও সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। তাঁরা হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বিশিষ্ট আইনজীবী শিশির মনির ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। জুবায়ের ছাড়া অন্য তিন নেতা সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে জামায়াত ঘোষিত প্রার্থী। বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে গতকাল রাত নয়টার দিকে সিলেট জামায়াতের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘদিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। খুবই সমস্যা হচ্ছে। যারা এ কাজ করছে, তাদের যথেষ্ট মনোযোগের অভাবে মহাসড়কে যাঁরা চলাফেরা করেন, তাঁরা খুবই দুর্ভোগ পোহান। ৮ ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়।’

জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এটা নিয়ে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাঁকে অনুরোধ করেছি, যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করা। এই হাইওয়েতে দীর্ঘ যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করতে হবে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তিনি সেখানে সরেজমিনে গিয়েছিলেন। কিছু নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি, তাঁর এই নির্দেশনায় সবার সহযোগিতায় সিলেটবাসী, বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কে যাঁরা চলাফেরা করেন, ভয়ংকর যে কষ্ট হয়, সেই কষ্টটা লাঘব হবে।’

 

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh