শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান উবারের নতুন রোবট্যাক্সি : লুসিড ও নুরোর সঙ্গে যাত্রা শুরু মনোনয়নপত্র পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করবেন এমপি প্রার্থী ম্যান্ডেলা, জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুলাউড়ায় মনোয়নপত্র জমা দিলেন শওকতুল ইসলাম শকু কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

মৌলভীবাজারে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন অনুষ্ঠিত

পলি রানী দেবনাথ
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর আয়োজনে তরুণদের শিখন ও অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” শিরোনামে জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে এবং “অধিকার এখানে, এখনই (RHRN)” প্রকল্পের আওতায় আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।

আজ (১৩ অক্টোবর) সোমবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনের শুরুতে নারীপক্ষের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে সংগঠনের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন। প্রথম পর্বে প্রদর্শিত হয় তথ্যচিত্র। এতে প্রকল্পের আওতাভুক্ত তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জসীম উদ্দিন ভুঁইয়া, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: হাবিবুর রহমান, মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট এর প্রধান নির্বাহী পরিমল সিং বাড়াইক, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমেদ, তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের সদস্য সীমা মুন্ডা।

পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমেদ, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদসহ প্রমুখ।

বক্তারা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার, জেন্ডার, বাল্যবিবাহ, কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিসহ ইত্যাদি বিষয়ের ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্মের কমলগঞ্জ উপজেলার সদস্য সুমন রবিদাস ও সদর উপজেলার সদস্য অমৃতা রানী সরকার।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh