বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এনসি স্কুল মাঠ সংস্কারের দাবিতে ৮০ টি সংগঠনের ব্যানারে অবস্থান কর্মসূচি ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও কর্মক্ষমতায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কৃত হলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল খালেদা জিয়ার ৮১তম জন্মদিন, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি পি আর পদ্ধতি হলো ফ্যাসিবাদের পুনর্বাসনের একট প্রজেক্ট- জেলা বিএনপির সদস্য সচিব রিপন বায়তুল মোকাররম মসজিদের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দ লন্ডনে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের একান্ত বৈঠক কুলাউড়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও স্মার্টফোনে আসক্তিকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কুলাউড়ায় জুস পান করে মা মেয়েকে অচেতনের অভিযোগ কুলাউড়ায় মনসুর মাদ্রাসার গভর্নিং বডির সহ সভাপতি নির্বাচিত হলেন সাইফুর রহমান কুলাউড়ায় ইয়াবাসহ যুবক আটক

জুড়ীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

কেবিসি নিউজ ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ধামাই চা-বাগান এলাকায় মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে গিয়ে অনুপম উপাধ্যায় (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

তিনি স্থানীয় ধামাই চা-বাগানের বাসিন্দা কিশোর মিশ্রের ভাগনে এবং পার্শ্ববর্তী কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে পড়েন। তাঁর মূল বাড়ি শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগানে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধারে চেষ্টা চালান। খোঁজাখুঁজির পর না পেয়ে ডুবুরী দলকে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী বলেন, অনুপম মামার বাড়িতে থেকে লেখাপড়া করেন। তিনি সাঁতার জানেন না। সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ধামাই চা-বাগানের বিভিন্ন নিচু এলাকা বন্যায় প্লাবিত হয়ে পড়ে। এ সুযোগে অনুপম বন্ধুদের সঙ্গে বন্যার পানিতে নেমে সাঁতার শিখতে শুরু করেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁর সন্ধানে বিভিন্নভাবে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশনের পরিদর্শক সোলায়মান হোসেন বলেন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh