শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাসিমপুর মাদ্রাসায় হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন  ফ্রান্সে জুড়ী উপজেলা কমিউনিটি ট্রাস্ট গঠন সাবেক রেলমন্ত্রী সুজন ও শাহরিয়ার কবির গ্রেপ্তার কুলাউড়ায় হিউম্যানিটি রক্তদান সংস্থার শুভ সূচনা কুলাউড়ায় তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র‍্যালী অনুষ্ঠিত কুলাউড়ায় ভাগ-বাটোয়ারা না করে পারিবারিক প্রায় ৬০ কোটি টাকার যৌথ সম্পদ ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মখলিছ মিয়া কুলাউড়ায় অনুষ্ঠিত হলো ‘ছাত্রশিবিরের উদ্যোগে সিরাত সম্মেলন মৌলভীবাজার জেলা শিবিরের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ সম্পন্ন কুলাউড়ায় ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

কুলাউড়ায় প্রাণিসম্পদ দপ্তর পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

 

কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাঈমা হোসেন ও সিনিয়র সহকারী সচিব মো. হাফিজুর রহমান।
বুধবার (২৪ মে) দুপুরে তারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পৌঁছলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ গণমাধ্যম কর্মী, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩-এর জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের উদ্ভাবিত অনলাইন ডিজিটাল অ্যাপস (bdvets.com) এর আবেদনকৃত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, সরকারি সেবাকে হাতের মুঠোয় এবং দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সফল উদ্যোক্তা তৈরি করা, নিরাপদ খাদ্যের যোগান, উৎপাদিত পণ্য বাজারজাত, কাগজবিহীন অফিস এবং নাগরিক সেবায় শতভাগ ডিজিটালাইজেশন করে বিগত ২০১৫ সালে ‘ডিজিটাল প্রাণিসম্পদ সেবা’ চালু করার উদ্দেশ্যে এই উদ্যোগে তিনি গ্রহণ করেন।
২০১৯ সাল থেকে এই অ্যাপস’র মাধ্যমে এ পর্যন্ত ১৬৪টি উপজেলার খামারিগণ সেবা নিয়েছেন। প্রতিদিন সেবাগ্রহীতা বৃদ্ধি পাচ্ছে। নতুন উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিত প্রকল্প এবং ক্লিনিক, হাসপাতাল ও সরকারি-বেসরকারি অফিসেও এ ধরনের সেবা চালু করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh