শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় মানব কল্যাণ যুব সংঘের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক ফ্রান্সে সিলেটের রেলপথ সংস্কারসহ ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ কুলাউড়ায় দেবর কতৃক ভাবির উপর হামলার অভিযোগ রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্রাইট একাডেমির বেসিক গ্রামার কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কাতারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল সেফুল’র সৌজন্য সাক্ষাৎ কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশাল মানববন্ধন টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৬০ শিশু -কিশোর

জুড়ীতে প্রধান শিক্ষক ও তার ছেলের হামলার শিকার ছোট ভাই

জুড়ী প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের জুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিন আহমদ ও তার ছেলের হামলায় প্রধান শিক্ষককের ছোট ভাই তুহিন আহমেদ গুরুতর আহত হয়েছেন। উপজেলার ফুলতলা ইউনিয়নের পশ্চিম বটুলী গ্রামে এ ঘটনা ঘটে।‌

পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা‌ যায়, শুক্রবার ( ৪ আগস্ট) পারিবারিক বিরোধের জেরে ধরে ফুলতলার এলবিন টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আহমদ ও তার ছেলে মারুফ আহমেদ দেশীয় অস্ত্র দিয়ে আপন ভাই তুহিন আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।‌ এতে তাঁর মাথা ও হাতের আঙুল কেটে যায়। আশংকাজনক অবস্থায় তুহিন আহমেদকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থানান্তর
করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন আহমেদের মাথায় তার ভাই ও ছেলের দায়ের কুপে মারাত্মকভাবে জখম হয় ও হাতের আঙুল কেটে গেছে। মাথা ও হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে পৌঁছে দিয়েছি।

এ বিষয়ে টেলিফোনে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহিন আহমেদ বলেন, তাঁর দোষ ছিলো বলেই তাঁকে মেরেছি।‌ বিনা দোষে কেউ কাউকে মারে না। ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু বলেন, তুহিনের আঘাত গুরুতর বলে শুনেছি। আমার নিকট আসলে আইনি ব্যবস্থা নিবো।‌

তুহিন আহমেদের পারিবারিক সূত্র জানায়, বিষয়টি জুড়ী থানায় অবহিত করা হয়েছে। ‌তুহিন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh