শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কুলাউড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত রাতের ভোটের নির্বাচন মানুষ আর দেখতে চায় না – ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি কুলাউড়ায় পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি শুরু গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন সাংবাদিক রিয়াদের প্রবাস যাত্রা উপলক্ষে কুলাউড়া প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কুলাউড়ায় মৌলভীবাজার চেম্বারের হাসান জাবেদ প্যানেলের পরিচিতি সভা

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মহি উদ্দিন রিপন
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জবাবদিহিতা নিয়ে
মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আ’লীগ সরকারের আমলের হলুদ সাংবাদিকদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় সাংবাদিকেরা জেলা শহরের ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে এম সাইফুর রহমান সড়কে এমবি ও বিলাস ডিপার্টমেন্টাল স্টোর’র কারণে পশ্চিমবাজারে যানঝট লেগেই থাকে উল্যেখ করে ওই দুটি প্রতিষ্ঠানকে অন্যত্র সরানোর পরামর্শ দেন। মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন চাঁদাবাজদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়। চৌমুহনা,কুসুৃমবাগসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান সরানোর দাবী জানান। এছাড়াও হলুদ সাংবাদিকদের মধ্যে যারা দলবদ্ধ হয়ে শহরের সরকারি হাসপাতালসহ বিভিন্ন দফতরে হয়রানীসহ চাঁদা দাবী করে তাদের আইনের আওতায় আনার দাবী তোলা হয়। খাসিয়া সম্প্রদায়ের মধ্যে অবৈধভাবে চা বাগানের জমিতে বসবাস করে যারা স্থানীয়দের সাথে মারামারি করে তাদের প্রতি আইনশৃঙ্খলা বিভাগের নজরদারী বাড়ানোর দাবী তোলা হয়। মৌলভীবাজার প্রেসক্লাবের এক সাংবাদিক বলেন, অপরাধমুলক প্রতিবেদন ছাপানোর পর সংশ্লিষ্ট মহলের টনক নড়েনা। সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে অপরাধ প্রতিবেদন করে থাকেন। কিন্তু যাদের বিরুদ্ধে প্রতিবেদন ছাপা হয়, তারা দিব্বি বসে থাকেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সজাগ থেকে সরকারের উচ্চ মহলে তথ্য দেবার দাবী তুলেন।
পুলিশ সুপার মনোযোগ সহকারে সাংবাদিকদের অভিযোগ শ্রবণ করেন।

পরে পুলিশ সুপার বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্য বিহীন সমাজ, বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্ব শর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি, জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে- ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

পুলিশ সুপার আরও বলেন, চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে মোকোবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যা সমূহ দূর করা সম্ভব।

এছাড়াও চোরাচালান, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা প্রেসক্লাব’র আহবায়ক বকসি ইকবাল আহমদ, বাংলাভিশন প্রতিনিধি হুমায়েদ আলী শাহিন, সাবেক প্রেসক্লাব সম্পাদক এসএম উমেদ আলী, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু,
মানবজমিনের স্টাফ রিপোর্টার,মু. ইমাদ উদ-দীন, মাছরাঙা টিভি প্রতিনিধি ফেরদৌস আহমেদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, আমার দেশ জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া,
যায় যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, দৈনিক যুগান্তর ও জালালাবাদ’র বড়লেখা প্রতিনিধি আব্দুর রব, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল বারী সোহেল, দৈনিক জৈন্তাবার্তা জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন,   কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাংবাদিক এজে লাভলু, আব্দুল কাইয়ুম প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরও পড়ুন
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ | কেবিসি নিউজ ফ্রান্স
Theme Developed BY NewsFresh